Thursday, February 19, 2015

আমি দাম দিয়ে কিনেছি বাংলা,কারো দানে পাওয়া নই। আমি দাম দিছি তার লক্ষ্য কোটি জানা আছে জগত মই। তাহলে আজ তারা দেশটাকে নিজের মনে করছে কেন? যারা লক্ষ্য কোটি প্রানের বিনিময়ে কিনেছে দেশ,তারা যেদিন আপনাকে আর মনবে না সেদিন আপনি কোথাই যাবেন? মনে রাখবেন তারা দেশকে বাঁচানোর জন্য দিয়েছে প্রান আর দেশকে ভাল করার জন্য ও প্রান দিতে দ্বিধাবোধ করবে না। সময় আছে দেশকে ভালবাসতে শিখেন তাঁদের জীবনের মর্যাদা দেন।

Wednesday, January 7, 2015

জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাদবে না। কারন যার জন্য কাঁদবে সে কখনোই তোমার হবে না। আর যে তোমার হবে সে কখনো তোমাকে  কাঁদতে দিবে না।

Saturday, December 6, 2014

নিঃশ্বাসে থাকো মিশে, বাস করো দূরে
দেখেও দেখও না ,যাই কি অনলে পুড়ে। 
ভালবাসি, কখনো ভালবাসা নিব না
তাই বলে স্বার্থপর , এমনটি ভেবনা ।  

Friday, December 5, 2014

আমি অনেক গুলো বিদ্যাশ্রম  দেখেছি। প্রত্যেকটা মা-বাবাই অনেক কষ্ট নিয়ে বিদ্যাশ্রমে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি কেউ তাদের সন্তানের দোষ দেই না। তারা নিজের কপালের লিখন বলে থাকে। তারা তাদের সন্তানদের এতটাই ভালবাসে । আমি সত্যিই খুব অবাক মা-বাবা এতটাই ভালবাসে নিজের সন্তানকে।